ক্রীড়া ডেস্ক: সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল-ইত্তিহাদের কাছে হেরে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল-নাসার। গতকাল (বৃহস্পতিবার) রাতে ৩-১ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে নাসার।
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে সৌদি আরবের ক্লাব আল নাসারে নাম লিখিয়ে প্রথম ম্যাচেই ঝলক দেখান রোনালদো। এরপর থেকে নিস্প্রভ এই তারকা। গতরাতে সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল-ইত্তিহাদের কাছে পাত্তাই পায়নি রোনালদোর দল।
ম্যাচের মাত্র ১৫তম মিনিটে ইত্তিহাদকে এগিয়ে নেন রোমারিনহো। প্রথমার্ধের বিরতির বাঁশি বাজার ঠিক আগমুহূর্তে ব্যবধান বাড়ান আবদেরাজ্জাক হামদাল্লাহ। বিরতির পর মাঠে ফিরে গোছানো ফুটবলের সুফল পায় নাসার। ম্যাচের ৬৭তম মিনিটে গোল করে ব্যবধান কমান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড টালিস্কা।
মিনিট পাঁচেক পর সহজ সুযোগ পেয়েও গোল করতে পারেননি রোনালদো। উল্টো ম্যাচের ইনজুরি টাইমে আরো একটি গোল খেয়ে বসে তারা। তাতে বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয় রোনালদোদের।
আল-ইত্তিহাদের কাছে ৩-১ গোলে হেরে যাওয়া ম্যাচে নিষ্প্রভই ছিলেন রোনালদো। ৯০ মিনিট খেলেও খুব বেশি গোলের সুযোগ তিনি তৈরি করতে পারেননি। এই হারে সৌদি সুপার লিগের সেমিফাইনাল থেকে ছিটেক গেল আল নাসার।
rocky/sharif