আন্তর্জাতিক ডেস্ক: দখলকৃত পশ্চিম তীরে দখলদার ইসরাইলি বাহিনীর অভিযানে হতাহতের পর এবার ইসরাইলের দিকে রকেট ছুঁড়েছে গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস। ইসরাইলের দাবি, গাজার দক্ষিণাঞ্চল থেকে ছোঁড়া দু'টি রকেট প্রতিহত করেছে তারা। কয়েকঘণ্টার পর ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, রকেটের জবাবে হামাসের প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে তারা। গত এক দশকের মধ্যে সবচেয়ে উত্তেজনাপূর্ণ সময় পার করছে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলটি।
বৃহস্পতিবার (২৬শে জানুয়ারি) দিনভর পশ্চিম তীরের জেনিন শহরের শরণার্থী ক্যাম্পে ব্যাপক তাণ্ডব চালায় ইসরাইলি সেনারা। গত কয়েকদিন ধরে থেমে থেমে চলা অস্থিরতা চরমে রূপ নিয়েছে এদিন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি, ইসরাইলি সেনাদের অভিযানে গুলিবিদ্ধ হয়ে এক প্রবীণ ফিলিস্তিনি নারীসহ অন্তত ১০ জন নিহত হন। আহতরা হাসপাতালে ভর্তি। কয়েকজনের অবস্থা আশংকাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এমন পরিস্থিতির মধ্যেই শুক্রবার (২৭শে জানুয়ারি) গাজা থেকে ইসরাইলের দিকে রকেট ছুঁড়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এসময় ইসরাইলের সীমান্ত এলাকায় বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। বাসিন্দাদের নিরাপদে আশ্রয় নেয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। হতাহতের খবর পাওয়া না গেলেও রকেট উৎক্ষেপণের ফুটেজ প্রকাশ করেছে ইসরাইলি সংবাদমাধ্যমগুলো।
shamima/sharif