টেনেসিতে কৃষ্ণাঙ্গ তরুণ হত্যায় অভিযুক্ত ৫ পুলিশ

প্রকাশিত: ২৭-০১-২০২৩ ১২:০৫

আপডেট: ২৭-০১-২০২৩ ১২:০৫

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস শহরে এক কৃষ্ণাঙ্গ তরুণের মৃত্যুর ঘটনায় পাঁচ সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পরোক্ষ হত্যার অভিযোগ আনা হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে ২৯ বছর বয়সী টায়ার নিকোলসকে ৭ই জানুয়ারি গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারের তিন দিন পর তিনি মারা যান। তার মৃত্যুর ঘটনায় যেসব সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পরোক্ষ হত্যার অভিযোগ আনা হয়েছে, তাঁরা সবাই কৃষ্ণাঙ্গ।

টেনেসির আইনে এই হত্যাকে জেনেশুনে অন্যকে ‘হত্যা’ হিসেবে বলা  হয়। যার জন্য পূর্বপরিকল্পনার প্রয়োজন নেই। সাবেক পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আরও কিছু অভিযোগ আনা হয়েছে। গুরুতর আক্রমণ, গুরুতর অপরাধজনিত অপহরণ, পেশাগত অসদাচরণ ও নিপীড়ন।

সাবেক পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন- তাদারিয়াস বেন, ডেমেট্রিয়াস হ্যালি, ডেসমন্ড মিলস জুনিয়র, এমিট মার্টিন তৃতীয় ও জাস্টিন স্মিথ। বর্তমানে তাঁরা সবাই কারা হেফাজতে। পাঁচ পুলিশ কর্মকর্তার সবাই গত ছয় বছরের মধ্যে মেমফিস পুলিশ বিভাগে যোগদান করেছিলেন। নিকোলসকে শারীরিক নির্যাতনের জন্য সরাসরি জড়িত থাকার বিষয়টি তদন্তে আসার পর গত সপ্তাহে তাঁদের বরখাস্ত করা হয়।

hasna/sharif