ফিলিস্তিনে ইসরাইলি হামলার নিন্দা বাংলাদেশের

প্রকাশিত: ২৭-০১-২০২৩ ১২:২০

আপডেট: ২৭-০১-২০২৩ ১২:৫৫

নিজস্ব প্রতিবেদক: পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের সহিংসতা ও নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসরাইলি সেনারা বারবার সহিংস আচরণ করছে এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে। এজন্য বাংলাদেশ চরম উদ্বিগ্ন।

গতকাল (বৃহস্পতিবার) পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর অবৈধ অভিযানে ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও কয়েকজন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ইসরাইলি বাহিনীর দ্বারা জেনিন শরণার্থী শিবির ও হাসপাতালে হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। ফিলিস্তিনে মৌলিক নাগরিক অধিকার, আন্তর্জাতিক মানবাধিকার আইন, আন্তর্জাতিক চুক্তির বারবার লঙ্ঘন ও উপেক্ষার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশ।

বাংলাদেশ ইসরাইলি দখলদার বাহিনীর গৃহীত নীতি, জেরুজালেম শহর ও আল-আকসা মসজিদসহ পবিত্র স্থানগুলোতে অব্যাহত হামলার নিন্দা জানায়। এ ধরণের সহিংস হামলা, ঘরবাড়ি ধ্বংস ও বাধা সৃষ্টি বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে টেকসই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়।

বাংলাদেশ একটি সার্বভৌম ও স্বাধীন আবাসভূমির জন্য ফিলিস্তিনের জনগণের অবিচ্ছেদ্য অধিকারকে দৃঢ়ভাবে সমর্থন ও দ্বি-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে ফিলিস্তিনের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তার অবস্থান পুনর্ব্যক্ত করছে।

বাংলাদেশ বিশ্বাস করে, ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধান কেবলমাত্র উভয়পক্ষের সৌহার্দ্যপূর্ণ সংলাপের মাধ্যমেই সম্ভব হবে। এ লক্ষ্যে কাজ করতে বাংলাদেশ সকলপক্ষকে আহ্বান জানায়।

rocky/sharif