নিজস্ব প্রতিবেদক: পাইকারি পর্যায়ে আবারও বাড়ছে বিদ্যুতের দাম। আগামী মাসে সরকারের নির্বাহী আদেশে এই দাম বাড়ানোর ঘোষণা আসতে পারে। বিদ্যুত ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, বিদ্যুৎ খাতে ভর্তুকি কমাতে দাম সমন্বয় ছাড়া সরকারের কোনো বিকল্প নেই।
আজ (শুক্রবার) ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে বিজ্ঞান মেলার উদ্বোধন করে প্রতিমন্ত্রী আরও বলেন, ভোলায় পাওয়া গ্যাস আগামী দুই মাসের মধ্যে সিলিন্ডারের মাধ্যমে জাতীয় গ্রিডে যুক্ত করা হবে।
শুক্রবার ঢাকা রেসিডেন্সিয়াল কলেজে আয়োজন করা হয় ১৪তম ডিআরএস সামিট ন্যাশনাল সায়েন্স কার্নিভাল। এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বিজিএমইএ’র প্রেসিডেন্ট ফারুক হাসানসহ কলেজের শিক্ষক শিক্ষার্থীরা।
বিজ্ঞান মেলার উদ্বোধন করে বিভিন্ন স্টল ঘুরে দেখের নসরুল হামিদ। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রতিমন্ত্রী। বলেন, আসছে সেচ মৌসুমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে। বিদ্যুৎ খাতে ভর্তুকি কমাতে দাম বাড়ানো হবে বলেও জানান তিনি।
ভোলায় যে বিপুল পরিমাণ গ্যাস পাওয়া গেছে তা দ্রুত জাতীয় গ্রিডে যুক্ত করা হবে বলে জানান জ্বালানি প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রাথমিকভাবে সিলিন্ডারে করে এই গ্যাস পরিবহন করা হবে। ভবিষ্যতে পাইপলাইনের মাধ্যমে বরিশাল দিয়ে খুলনায় এই গ্যাস নেয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
এছাড়া এপ্রিল মাস থেকে শিল্প কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করা হবে বলে জানান নসরুল হামিদ বিপু।
Azmi/sharif