শেষ গ্র্যান্ডস্ল্যামে কেঁদে বিদায় নিলেন সানিয়া

প্রকাশিত: ২৭-০১-২০২৩ ১৩:৫৫

আপডেট: ২৭-০১-২০২৩ ১৩:৫৫

ক্রীড়া ডেস্ক: অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে হেরে গেছেন সানিয়া মির্জা-রোহান বোপান্না জুটি। চলতি বছরের শেষে টেনিসকে বিদায়ের ঘোষণা দেওয়া সানিয়া মির্জার শেষ গ্রান্ডস্ল্যাম ম্যাচ ছিল এটি। তাই বিদায় বেলায় কান্না ধরে রাখতে পারেননি ভারতীয় টেনিস তারকা।

ম্যাচ পরবর্তী অনুষ্ঠানেও কান্নায় ভেঙে পড়েন ৩৬ বছর বয়সী ভারতীয় টেনিস তারকা। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলস-এর ফাইনালে লুইসা স্টেফানি ও রাফায়েল মাতোসের কাছে ৬-৭, ২-৬ সেটে হারে ভারতীয় জুটি। ম্যাচ শেষে এটিকে জীবনের শেষ গ্র্যান্ডস্ল্যাম বলে জানান সানিয়া। এসময় কাঁদতেও দেখা যায় তাকে।

২০০৩ সাল থেকে পেশাদার টেনিসে খেলছেন সানিয়া মির্জা। দ্বৈত র‌্যাঙ্কিংয়ে এক সময়ের বিশ্বসেরা তিনি। ক্যারিয়ারে ডাবলসে ৬টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। তবে কবজির চোট তার একক ক্যারিয়ারকে বড় হতে দেয়নি। ভারতের ইতিহাসে মাত্র দুইজন নারী টেনিস তারকা ডব্লিউটিএ শিরোপা জিতেছেন, তার মধ্যে সানিয়া একজন।

rocky/sat