গোলাম মোর্শেদ: আন্দোলনের পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতিও নিচ্ছে বিএনপি। নির্বাচনকালীন সরকারের দাবি আদায় হলে যেকোনো মুহূর্তে যাতে নির্বাচনে অংশ নেয়া যায়, সেজন্য ৩০০ আসনে দলের প্রার্থীদের প্রাথমিক তালিকা করছেন নীতি-নির্ধারকরা। জেলা পর্যায়ের নেতাদের কাছেও সেই বার্তা আছে।
বর্তমান সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে ঘোষণা দিয়ে রেখেছে। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে রাজপথের আন্দোলনে ব্যস্ত তারা। তবে নির্বাচনের প্রস্তুতিও থেমে নেই দলে। ২০১৪ সালের নির্বাচনে অংশ না নেয়া এবং ২০১৮ সালে নির্বাচনী অভিজ্ঞতার পর প্রস্তুতির কোন ঘাটতি রাখতে চায় না বিএনপি’র কেন্দ্রীয় নেতৃত্ব।
বিএনপি’র সূত্রগুলো বলছে, সারাদেশে ৩০০ আসনের বিপরীতে বিকল্প রেখে প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছেন দলের হাইকমান্ড। নানা মাধ্যমে নেয়া হচ্ছে খোঁজ-খবর। কেন্দ্র থেকে মনোনয়ন প্রত্যাশীদের তালিকা ধরে তাদের আন্দোলন কর্মসূচিতে নিজ নিজ এলাকায় সক্রিয় থাকার মৌখিক নির্দেশনা দেয়া হয়েছে বলে জানালেন, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও আমির খসরু মাহমুদ চৌধুরী।
তবে আন্দোলনের ভবিষ্যত গতি প্রকৃতির ওপর সবকিছু নির্ভর করছে বলে মনে করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।
GM/sharif