গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আজ (শুক্রবার) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার মালেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন জাহাঙ্গির খাঁর সাথে আজিজুল খাঁর বিরোধের জের ধরে আজ সকালে স্থানীয় একটি বৈঠকে দু'পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এসময় উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়।
পুলিশ আরো জানায় লিটন, মিলন, কিবরিয়া ও জুয়েলকে গুরুতর আহত অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Nishat/sharif