মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বৈধতার প্রক্রিয়া শুরু

প্রকাশিত: ২৭-০১-২০২৩ ১৫:২৫

আপডেট: ২৭-০১-২০২৩ ১৫:২৫

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় আজ (শুক্রবার) থেকে অবৈধ অভিবাসী শ্রমিকদের বৈধকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। যা চলবে চলতি বছরের ৩১শে ডিসেম্বর পর্যন্ত। ১৫শ' রিঙ্গিত জরিমানা দিয়ে এই কর্মসূচির অংশ হতে পারবেন মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিরা শ্রমিকরাও।

জানা গেছে, উৎপাদন-কৃষি-নির্মাণ ও সেবাসহ মোট আটটি খাতের বিদেশি কর্মীদের বৈধতা দেয়া হবে। তবে বাংলাদেশিরা প্রধান পাঁচ খাতে বৈধতা পাবেন। আবেদনের প্রথম ধাপে আঙুলের ছাপ দেয়ার পর স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, পরে ১৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে এই কর্মসূচির অংশ হতে পারবেন অবৈধ কর্মীরা।

বৈধ হতে দালালচক্রের মাধ্যমে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সতর্ক করে দিয়েছে হাইকমিশন।

উল্লেখ্য, গত বুধবার মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার। আগামী ফেব্রুয়ারি মাসে ঢাকা সফওে আসতে পারেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল।

rocky/sharif