রাজধানীতে ডিজিটাল বাংলাদেশ মেলায় ভিড়

প্রকাশিত: ২৭-০১-২০২৩ ২০:৪৬

আপডেট: ২৭-০১-২০২৩ ২০:৪৬

নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল বাংলাদেশের পর এবার স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে ডিজিটাল মেলা। স্টল ও প্যাভিলয়নে দর্শনার্থীদের জন্য স্থান পেয়েছে অত্যাধুনিক ইলেকট্রনিক্স পণ্য। সেই সাথে রয়েছে শিক্ষার্থীদের নানা উদ্ভাবন। আয়োজকরা বলছেন, এই মেলা হবে স্মার্ট বাংলাদেশ গড়ার মূল প্লাটফর্ম।

প্রযুক্তির মহাসড়ক বিনির্মাণের অগ্রগতি, সম্ভাবনা এবং আইওটি, রোবটিক্স, বিগডাটা, ফাইভ জি‘র সক্ষমতা প্রদর্শন এবারের ডিজিটাল বাংলাদেশ মেলার মূল আকর্ষণ। এর সঙ্গে যুক্ত হয়েছে ইন্টারনেটের সেবা দেয়া বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রমও।

কেউ দেখছে রোবট, কেউ ভার্চুয়াল রিয়েলিটি আবার কেউ বা মুক্তিযুদ্ধের ইতিহাস। স্মার্টফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাচ্ছে লাইট, ফ্যান কিংবা ডোর লক। বৈদ্যুতিক বাইসাইকেল, মোটরসাইকেলও আছে। রয়েছে ভিআর চশমা পরে ভার্চুয়ালি মুক্তিযুদ্ধ জাদুঘর ঘুরে দেখার সুযোগ।

প্রযুক্তির এমন সমাহারের দেখা মিলবে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী চলা ডিজিটাল বাংলাদেশ মেলায়। যেখানে রয়েছে শিক্ষার্থী, প্রযুক্তি প্রতিষ্ঠান ও ডিজিটাল টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের নানা পণ্যের প্রদর্শন।

মেলায় শিক্ষার্থীদের তৈরি অগ্নিকা-ের মতো দুর্ঘটনার ক্ষতি কমাতে সক্ষম ফায়ার ফাইটার রোভার মেশিন সবার নজর কেড়েছে। নিজস্ব নানা উদ্ভাবন নিয়ে শিক্ষার্থীরা এসেছে এ মেলায়।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে ডিজিটাল প্রযুক্তি খাতের সরকারি-বেসরকারি অংশীজনদের নিয়ে এই মেলার আয়োজন। প্রযুক্তির মহাসড়ক বিনির্মাণে এই মেলা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে জনেলেন,  ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্কফা জব্বার এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এনামুল রহমান।

দ্বিতীয় দিনে মেলায় মন্ত্রী এবং সিনিয়র সরকারী কর্মকর্তা ও বিশেষজ্ঞগণের অংশ গ্রহণে দুর্যোগকালীন সময়ে টেলিযোগাযোগ খাতের করণীয় কৌশল নির্ধারণে সেমিনারের আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, আগামীতে প্রযুক্তির ক্ষমতায় দুর্যোগ মোকাবেলা করতে হবে।

 

EHM/Bodiar