আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বৈধকরণ প্রক্রিয়া আজ শুরু হয়েছে। দেশটিতে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিরাও এই সুযোগ পাচ্ছেন। মালয়েশিয়ার সরকার জানিয়েছে, এই কার্যক্রমের আওতায় মালয়েশিয়ার নিয়োগকর্তারা কর্মী নিয়োগ দেয়ার আবেদন করছেন।
আজ (শুক্রবার) থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে পুরো বছর জুড়ে। তবে এজন্য দেড় হাজার রিঙ্গিত জরিমানা গুণতে হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।
গত ১০ই জানুয়ারি মালয়েশিয়ার মন্ত্রী পরিষদ বৈঠকে লেবার রিক্যালিব্রেশন গ্রোগ্রামের আওতায় অবৈধ অভিবাসীদের বৈধকরণ প্রক্রিয়া বাস্তবায়নের সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। পরে দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি খায়রুল জাইমি দাউদ ঘোষণা দেন, এই গ্রোগ্রামের আওতায় অবৈধ অভিবাসীদের নিয়মিত করার জন্য নিয়োগকর্তারা আবেদন করতে পারবেন। এরই ধারাবাকিতায় শুক্রবার থেকে বিদেশি কর্মী নিয়োগের জন্য আবেদন শুরু করেছেন নিয়োগকর্তারা।
উৎপাদন, নির্মাণ, নিরাপত্তা রক্ষী ও গৃহকর্মীসহ আটটি খাতে বিদেশী কর্মী নিয়োগের অনুমতি দিয়েছে মালয়েশিয়ান সরকার। এই কার্যক্রম চলবে ৩১ শে ডিসেম্বর পর্যন্তু। তবে, এজন্য ১ হাজার ৫০০ রিঙ্গিত ফি গুণতে হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুসন ইসমাইল।
মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ বাংলাদেশিরাও বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন। সম্প্রতি মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ গোলাম সারোয়ার। এসময় বাংলাদেশিদের রিক্যালিব্রেশন প্রোগ্রামের আওতায় সহজ প্রক্রিয়ায় বৈধ করার অনুরোধ জানানো হলে বিষয়টি বিবেচনা করার আশ্বাস দেন স্বারাষ্ট্রমন্ত্রী।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ সূত্রে জানা যায়, এখন পর্যন্ত ১৪ লাখ ৮৪ হাজার ৬৭৭ জন বিদেশি কর্মীকে অস্থায়ী কাজের জন্য অনুমতি দেয়া হয়েছে। যার মধ্যে বাংলাদেশের ৪ লাখ ৪৬ হাজার ২২৯ জন। তবে, কতজন বাংলাদেশি অবৈধভাবে রয়েছেন, তার নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
SAI/Bodiar