চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জে গত কয়েক বছরে আমের বাগান বেড়েছে। বারোমাসি ও অসময়ের আম উৎপাদনেও এসেছে সাফল্য। কিন্তু আম কেন্দ্রিক কোনো শিল্প গড়ে ওঠেনি। ফলে শুধু কৃষিপণ্য ও আম বাগানের ওপর নির্ভরশীল এ জেলার বেশিরভাগ মানুষের আয় রোজগার। বিকল্প আয়ের ব্যবস্থা গড়ে না ওঠায় জেলাটি পরিপূর্ণ অর্থনৈতিক সক্ষমতা অর্জন করতে পারছেনা।
আমের রাজধানী হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জ জেলা। আমকে কেন্দ্র করে জেলার অনেক মানুষের জীবীকা নির্বাহ হয়। কিন্তু, আমের এই বিশাল রাজত্বকে ঘিরে জেলায় এই ফলটির প্রক্রিয়াজাত করার মতো অবকাঠামো গড়ে ওঠেনি।
চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমের অর্থনীতি ১৫ থেকে ১৮ হাজার কোটি টাকার। কিন্তু, জেলায় শিল্পায়ন না হওয়ার প্রতিবছর ৬ থেকে ৭ হাজার কোটি টাকার আম নষ্ট হয়। এই ক্ষতি থেকে বাঁচতে আম প্রক্রিয়াজাত করার ব্যবস্থা গ্রহণের দাবি জানালেন চাঁপাইনাববগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিকসহ স্থানীয়দের।
শিল্প কারখানা স্থাপন করা হলে জেলায় বেকারত্বের হার কমবে বলে মনে করেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবদুল ওয়াহেদ ও ব্যবসায়ীরা।
কৃষিভিত্তিক শিল্পায়নের আহ্বান জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুলসহ বিশিষ্টজনদের।
এই অঞ্চলকে অর্থনৈতিকভাবে আরো গতিশীল করার উদ্যোগ নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছে জেলার মানুষ।
Priyonty/shimul