রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সভা করছে আ.লীগ: ফখরুল

প্রকাশিত: ২৯-০১-২০২৩ ১৪:০৬

আপডেট: ২৯-০১-২০২৩ ২১:৫৩

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাসীনদের হটানোর যুগপৎ আন্দোলনে জনগণের আস্থা বেড়েছে বলে মনে করছে বিএনপি। আজ (রোববার) দলের চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সমমনা দলগুলোর সাথে বৈঠক শেষে একথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বিরোধীদলের কর্মসূচিতে বাধা দিলেও নিজেদের স্বার্থে আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে, সরকার পতনে শিগগিরই আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণার কথা জানান বিএনপির সমমনা রাজনৈতিক দলগুলোর নেতারা। 

সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চের পর এবার ১২ দলীয় জোটের শরিক দলগুলোর সাথে বৈঠকে বসে বিএনপি’র লিয়াঁজো কমিটি রোববার বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে চলমান আন্দোলনের নানা দিক বিশ্লেষণ, ভবিষ্যত কর্মপন্থা নিয়ে আলোচনা হয়। 

পরে সাংবাদিকদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ নিজেদের স্বার্থ হাসিলে দ্বৈতনীতির রাজনীতির চর্চা করছে। বিরোধীদলের কর্মসূচিতে জনগন ঐক্যবদ্ধ হচ্ছে বলেও জানান তিনি।

এসময় ১২ দলীয় জোটের সমন্বয়ক ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, সরকার পতনের বৃহত্তর কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ন সিদ্ধান্তে পৌঁছেছেন তারা। শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণার কথাও জানান তিনি।

সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ক্ষমতাসীনদের পতন ঘটানোর বিষয়ে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ বলেও দাবি করেন তিনি।

Piash/shimul