নিজস্ব প্রতিবেদক: গণতন্ত্র পুনরুদ্ধার এবং ১০ দফা দাবি আদায়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা কর্মসূচি আজ সোমবার (৩০শে জানুয়ারি) যাত্রাবাড়ী থেকে দুপুর ২টায় শুরু হবে।
পদযাত্রা শুরুর আগে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিশেষ অতিথি থাকবেন বিএনপির স্হায়ী কমিটি সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এতে সভাপতিত্ব করবেন। সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।
এর আগে গত শনিবার (২৮শে জানুয়ারি) রাজধানীর বাড্ডা- রামপুরা সড়কে পদযাত্রা কর্মসূচি পালন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। গণতন্ত্র পুনরুদ্ধার ও ১০ দফার দাবিতে রাজধানীতে চার দিনের পদযাত্রার প্রথম দিনের কর্মসূচিটি দুপুর আড়াইটায় শুরু হয়ে মালিবাগের আবুল হোটেল পর্যন্ত গিয়ে শেষ হয়।
ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আগামী ৩১ জানুয়ারি গাবতলী থেকে মাজার রোড হয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বর পর্যন্ত পদযাত্রা হবে। এছাড়া পহেলা ফেব্রুয়ারি মুগদা থেকে মালিবাগ পর্যন্ত পদযাত্রা করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। প্রতিটি পদযাত্রা বেলা ২টায় শুরু হবে।
MNU/shimul