নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অবৈধ ক্ষমতা দখলকারী অনির্বাচিত লোকের মাধ্যমে উন্নয়ন হয়না। দেশে গণতান্ত্রিক ধারা আছে বলেই উন্নয়ন হচ্ছে। তিনি বলেন, জনগণের কল্যাণে আওয়ামী লীগ কাজ করে তাই জনগণ বার বার ভোট দিয়ে ক্ষমতায় এনেছে।
আজ (সোমবার) সকালে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার কাজও করছে আওয়ামী লীগ সরকার।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে ২০২১-২২ অর্থবছরে বাস্তবায়িত ১১টি প্রকল্প উদ্বোধন করতে রাজধানীর রমনা বটমূলে এই আয়োজন। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রকল্পের মধ্যে আছে বিচারকদের জন্য বহুতল ভবন নির্মাণ, ঢাকায় ও নোয়াখালিতে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আবাসিক ভবন, ঢাকায় মধ্যম আয়ের নাগরিকদের জন্য আবাসিক ভবন, রমনা পার্ক ও লেকের সৌন্দর্যবর্ধন ও উন্নয়ন, সুপ্রিম কোর্ট বার লাইব্রেরি, এনেক্স ভবন ও অডিটরিয়াম সংস্কার, পূর্বাচলে পানি সরবরাহ প্রকল্প, পূর্বাচল নতুন শহরে স্কুল কলেজ নির্মাণ এবং সুনামগঞ্জে আবাসিক প্লট উন্নয়ন। প্রধানমন্ত্রী গণভবন থেকে এসব প্রকল্প উদ্বোধন করেন।
এসময় প্রধানমন্ত্রী বলেন, নাগরিকদের সুযোগ-সুবিধার কথা চিন্তা করেই সরকার প্রকল্প গ্রহণ করে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির পাশাপাশি অন্যান্য সুবিধা নিশ্চত করা হয়েছে।
অনির্বাচিত লোকের মাধ্যমে দেশের উন্নয়ন হয়না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বন্দুকের মুখে ক্ষমতা দখলকারীরা নিজেদের আখের গোছাতে ব্যস্ত থাকে।
তিনি বলেন, আওয়ামী লীগ মানুষের জন্য কাজ করে বলেই বারবার জনগণ ভোট দিয়ে ক্ষমতায় এনেছে।
শেখ হাসিনা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ রক্ষার কাজও করছে আওয়ামী লীগ।
KFA/shimul