শুরু হচ্ছে সিসিমপুরের সিজন-১৫

প্রকাশিত: ৩০-০১-২০২৩ ১৯:৩২

আপডেট: ৩০-০১-২০২৩ ২০:৫৫

নিজস্ব প্রতিবেদক: শিশুদের প্রিয় অনুষ্ঠান সিসিমপুরের ১৫তম সিজন শুরু হচ্ছে। নতুন এই মৌসুমে সিসিমপুরের পরিচিত চরিত্রের বাইরে এবার বিশেষ সংযোজন হচ্ছে তাদের নতুন বন্ধু জুলিয়া। অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন জুলিয়া নতুন গল্পের মাধ্যমে দেশের এ ধরণের শিশুদের প্রতিনিধিত্ব করবে। 

রোববার রাজধানীর আগারগাঁও এ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে নতুন এই সিজনের উদ্বোধন করে বক্তারা বলেন, সিসিমপুরের গল্পগুলো শিশুদের শুধু আনন্দই দেয় না, তাদের সামাজিক বিষয়ে সচেতন করে। সিসিমপুরের ১৮ বছরের পথচলায় আরো দারুণ কিছু গল্প নিয়ে তৈরি হচ্ছে ১৫ তম সিজন। এবারে বন্ধু হালুম, টুকটুকি, ইকরি, ও শিকুর সাথে যোগ হবে নতুন এক চরিত্র জুলিয়া। দেশের অটিজম বৈশিষ্ট্যপূর্ন শিশুদের প্রতিনিধিত্ব করবে নতুন চরিত্রটি।

(রোববার) সকালে রাজধানীর আগারগাঁও এ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে নতুন এই সিজনের উদ্বোধন করা হয়। ১৫ তম সিজনের পর্বগুলো বর্ণনামূলক, শিকুর বিজ্ঞানের জগৎ এবং ইকরির সাথে খেলার সময় এই তিন ধরনের ফরমেটে সাজানো হয়েছে। এবারের পর্বগুলোতে সকলকে অন্তভূর্ক্ত করার পাশাপাশি নিজের প্রতি যত্নশীল হওয়ার শিক্ষাও দেয়া হবে শিশুদের। এছাড়াও গল্পের মাধ্যমে প্রাক গণিত, প্রাক পঠন, অটিজম, পুষ্টিকর খাবারের গুরুত্ব, বিশ্লেষনী চিন্তা-ভাবনা এবং জেন্ডারের মতো বিষয়গুলোকে তুলে ধরা হবে। বক্তারা বলেন,প্রযুক্তির কারণে শিশুদের শৈশব পাল্টে গেছে। সিসিমপুরের এই গল্পগুলোর মাধ্যমে শিশুদের চিন্তার জগৎ প্রসারিত হবে।

ইউএসএআইডি এবং বাংলাদেশের আর্থিক সহযোগিতায় নির্মিত নতুন এই সিজনের পর্বগুলো আগামী তেসরা ফেব্রুয়ারি থেকে প্রচারিত হবে দেশের বেসরকারি একটি টেলিভিশনে।

LGR/sat