‘জনগণ আওয়ামী লীগের পক্ষে রায় দেবে’

প্রকাশিত: ৩০-০১-২০২৩ ২২:৩৪

আপডেট: ৩০-০১-২০২৩ ২২:৩৬

নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘৫৪ জোট, ৫২ জোট এগুলোতে কোনো কাজ হবে না। সামনে যে খেলা হবে, নির্বাচনি খেলা হবে। ওই খেলাতে জনগণ আওয়ামী লীগের পক্ষে রায় দেবে। শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন।’

আজ সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে  নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

শামীম ওসমান বলেন, ‘বাংলাদেশের মানুষের অগ্রগতির প্রশ্নে শেখ হাসিনার সরকার আবারও নির্বাচিত হবে এবং বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না, এই ব্যাপারে আওয়ামী লীগের কোনো মাথা ব্যথা নেই।’ 

‘বিএনপির স্ট্যান্ডিং  কমিটিতে যদি ১০ জন থেকে থাকে তার মধ্যে ৯ জনই নির্বাচন করতে চান’ মন্তব্য করে শামীম ওসমান বলেন,  ‘ঘোড়া যেমন ডিম পাড়ে না, বিএনপিরও আছে বলে মনে হয় না। বিএনপি এখন দুটি ভাগে বিভক্ত। একটি হচ্ছে আম্মা গ্রুপ, আরেকটি হচ্ছে ভাইয়া গ্রুপ। ভাইয়া গ্রুপ দেশের বাইরে বসে আছে। সে তার ব্যক্তি স্বার্থে বিএনপির বহু নেতাকর্মীর জীবনটাকে আবার নষ্ট  করছে। তার টার্গেট এই নির্বাচন না করা। 

Sanjida/sat