মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার

প্রকাশিত: ৩১-০১-২০২৩ ০০:৩৪

আপডেট: ৩১-০১-২০২৩ ০০:৩৪

নিজস্ব প্রতিবেদক: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তারা হলেন- নকিব হোসেন আদিল সরকার ও মোখলেসুর রহমান মুকুল। সোমবার (৩০ জানুয়ারি) রাতে রাজধানীর দক্ষিণখান ও আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব কর্মকর্তা বলেন, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি নকিব হোসেন আদিল সরকার ও মোখলেসুর রহমান মুকুলকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

একাত্তরে মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকা ব্যক্তিদের বিচারের জন্য ২০১০ সালে সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে। ইতোমধ্যে বেশ কয়েকজন রাজাকারের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, কারাদণ্ড ভোগ করছেন অনেকেই। ট্রাইব্যুনালের বিচারকাজ এখনো চলমান।

 

Mustafiz/Bodiar