মেহেরপুর সংবাদদাতা: বাম্পার ফলন হলেও প্রত্যাশিত দাম না পাওয়ায় লোকসানের মুখে পড়েছেন মেহেরপুরের পেঁয়াজ চাষীরা। কারণ হিসেবেভরা মৌসুমে পেয়াজ আমদানিকে দুষছেন চাষীরা। তবে কৃষি বিভাগ বলছে, জমিতে অতিরিক্ত সার প্রয়োগের কারণে পেঁয়াজের গুনগত মান ভালো না হওয়ায় কম দাম পাচ্ছে কৃষক।
মেহেরপুরসদর উপজেলার রঘুনাথপুর, পিরোজপুর, উজলপুর ও মুজিবনগর উপজেলার শিবপুরসহ বিভিন্ন গ্রামের ক্ষেতে মাঠে ব্যাপক পেঁয়াজের ব্যাপক আবাদ হয়েছে। কিন্তু উৎপাদন খরচের তুলনায় বাজারে দাম কম থাকায় পেঁয়াজ নিয়ে দুশ্চিন্তায় পড়ছেন কৃষক।
তারা জানালেন, প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে তাদের খরচ হয়েছে ২২ থেকে ২৫ টাকা। কিন্তু প্রতি কেজি পেঁয়াজের বিক্রয়মূল্য ১৩ থেকে ১৫ টাকা। কৃষকদেরঅভিযোগ, ভরা মৌসুমে ভারত থেকে পিঁয়াজ আমদানি করার কারণেবাজারের এই দশা।
এদিকে ব্যবসায়ীরা বলছেন,ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি হওয়ায় এবং এবার পেয়াজের গুনগত মান কম থাকায় দাম কম। কৃষি বিভাগ বলছে, অতিরিক্ত সার দেয়ার কারণে এবার পেঁয়াজের গুণগত মান কম। তাই দাম ও কমে গেছে। এবছর মেহেরপুরে দুই হাজার ৭৭৫ হেক্টর জমিতে পেঁয়াজের চাষ হয়েছে।
afroza/sharif