আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে দু'টি হামলার ঘটনায় সেনা ও বেসামরিকসহ ২৮ জন নিহত হয়েছেন। রোববার ও সোমবার এই দুই হামলার ঘটনা ঘটে। সোমবার আঞ্চলিক গভর্নর ও সেনাবাহিনীর পৃথক বিবৃতিতে এতথ্য জানানো হয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলে নাইজারের সঙ্গে সীমান্তবর্তী ফালাংউতু এলাকায় একটি সেনা ইউনিট আক্রমণের মুখে পড়ে। এতে ১০ সেনা, স্বেচ্ছাসেবক বাহিনীর দুই সদস্য এবং একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আর হামলার পর ঘটনাস্থলে ১৫ জনের মরদেহ পাওয়া যায়।
পৃথক এক বিবৃতিতে বুরকিনা ফাসোর দক্ষিণাঞ্চলে আইভরি কোস্টের সীমান্তবর্তী ক্যাসকেডস অঞ্চলের গভর্নর কর্নেল জিন চার্লস ডিট ইয়েনাপোনো সোম বলেন, রোববার হামলার পর ১৫ জনের মৃতদেহ পাওয়া গেছে। তারা সবাই বেসামরিক নাগরিক। সোমবার লিঙ্গুয়েকোরো গ্রামের কাছে যে মরদেহগুলো পাওয়া গেছে তাদের শরীরে গুলির ক্ষত ছিল।
বুরকিনা ফাসো এবং প্রতিবেশী মালি ও নাইজারে আল কায়েদা ও আইএসের সঙ্গে সম্পর্কিত জঙ্গিদের প্রায়ই লড়াইয়ের খবর পাওয়া যায়।
AAJ/sharif