জমি নিয়ে বিরোধে চাঁদপুর ও খুলনায় ২ খুন

প্রকাশিত: ৩১-০১-২০২৩ ১৪:১৬

আপডেট: ৩১-০১-২০২৩ ১৪:১৬

ডেস্ক প্রতিবেদন: চাঁদপুরের মতলব উত্তরে জমি সংক্রান্ত বিরোধের জেরে শুক্কুর আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। আজ (মঙ্গলবার) সকালে উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের ফৈলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এসময় ৩ জনকে আটক করে পুলিশ। আটকৃতরা হলেন- মনোয়ার খান, আল আমিন ও আহাম্মদ।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবত নিহত শুকুর আলীর সাথে প্রতিপক্ষের সাথে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিলো। আজ সকালে তাদের জমির একটি সীমানা তুলে ফেলার ঘটনাকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি হয়। এসময় শুকুর আলী ও অপরপক্ষের আলামিন আহত হন। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুকুর আলীকে মৃত ঘোষণা করেন। আলামিন বর্তমানে পুলিশের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। 

এদিকে মঙ্গলবার সকালে খুলনার পাইকগাছা উপজেলার ধামরাইল গ্রামের একটি বিল থেকে ববিতা বেগম (৩৯) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, ইউনিয়নের ওবায়দুল্লাহর সাথে প্রতিবেশি কামরুলের জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। এনিয়ে একাধিক মামলাও রয়েছে। দু'পক্ষের বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।  

lamia/sharif