পার্বত্য অঞ্চল পিছিয়ে নেই- বীর বাহাদুর

প্রকাশিত: ৩১-০১-২০২৩ ১৫:২৭

আপডেট: ৩১-০১-২০২৩ ১৫:২৭

নিজস্ব প্রতিবেদক: পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও সংস্কৃতিসহ কোন দিকেই এখন আর পার্বত্য অঞ্চল পিছিয়ে নেই। পার্বত্য অঞ্চলের শিক্ষা বিকাশে সরকার যেভাবে কাজ করে যাচ্ছে তা অব্যাহত থাকলে এই অঞ্চল দেশের জন্য এক বিশাল সম্পদে পরিণত হবে। আজ (মঙ্গলবার) রাজধানীতে পার্বত্য বিতর্ক উৎসব-২০২৩ এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের গড়ে তোলার জন্য শুধু সরকার নয়, সমাজের সকলের ইচ্ছা, আগ্রহ ও সহযোগিতা কামনা করেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসং।

ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত অনুষ্ঠানে চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সঞ্চালনায় ও পরিচালনায় এসময় প্রধান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ব্র্যাক এডুকেশন প্রোগ্রামের পরিচালক শফি রহমান খান বক্তব্য রাখেন।

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ৫০টি মাধ্যমিক বিদ্যালয়ের এক হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

MNU/sharif