চট্টগ্রাম প্রতিবেদক: বিএনপির দম ফুরিয়ে গেছে তাই হাঁটা শুরু করেছে মন্তব্য করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, পদযাত্রা করে কোন লাভ হবে না। আজ মঙ্গলবার (৩১শে জানুয়ারি) দুপুরে চট্টগ্রামে মেট্রোরেলের সম্ভাব্যতা যাচাই কাজের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, চট্টগ্রাম শহরকে নান্দনিক করার ক্ষেত্রে মেট্রোরেল ভূমিকা রাখবে। শহরের জনসংখ্যা বৃদ্ধির সাথে তাল মিলিয়ে চলতে হলে মেট্রোরেলের কোন বিকল্প নেই বলেও জানান হাছান মাহমুদ।
এসময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরীসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
Kaniz/shimul