আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইল ও ফিলিস্তিনিদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সম্প্রতি ইসরাইলি নাগরিকদের লক্ষ্য করে ফিলিস্তিনি হামলার নিন্দাও জানিয়েছেন তিনি। স্থানীয় সময় সোমবার তেল আবিব সফরকালে এসব বলেন তিনি।
ইসরাইলি ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংস উত্তেজনা কমিয়ে আনার লক্ষ্যে তাঁর এই মধ্যপ্রাচ্য সফর। এসময় বেসামরিক হতাহত গ্রহণযোগ্য নয় উল্লেখ করে প্রতিক্রিয়া প্রদর্শনের ক্ষেত্রে ইসরাইলকে সংযত থাকার আহ্বানও জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। শান্তি পুণরুদ্ধারে দুইপক্ষকেই জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।
একই বিষয়ে আলোচনা করতে ইতোমধ্যে ফিলিস্তিনের রামাল্লায় পৌঁছেছেন অ্যান্টনি ব্লিংকেন। সেখানে ফিলিস্তিনি প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার পরিকল্পনা রয়েছে তাঁর।
গত সপ্তাহে নতুন করে সহিংসতার সূত্রপাত হয় মধ্যপ্রাচ্যের এই ভূখন্ডটিতে। সে সময় ইসরাইলি সামরিক বাহিনীর অভিযানে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ১০ জন নিহত হয়। এর ফলে জানুয়ারিতে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৩৫-এ পৌঁছেছে। এর আগে জেরুজালেমে সাতজন ইসরাইলি নিহত হয়।
জানুয়ারিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নতুন গোঁড়া-ডানপন্থী সরকারের প্রথম সপ্তাহগুলিতে সহিংসতা বেড়ে যায়। ফিলিস্তিনিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার পাশাপাশি ইসরাইল-অধিকৃত অঞ্চলে বসতি নির্মাণকে দ্রুততর করার প্রতিশ্রুতি দিয়েছে ইসরাইলের নতুন সরকার।
shamima/shimul