ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদের নিখোঁজের ৯২ ঘণ্টা পর তাঁর সন্ধানে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলমের কাছে লিখিত আবেদন করেছেন তাঁর স্ত্রী মেহেরুননিছা মেহরীন।
আজ মঙ্গলবার (৩১শে জানুয়ারি) বিকেলে স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আবেদনটি পাঠান মেহরীন। আবেদনে তিনি স্বামীর সন্ধানসহ উপনির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের বিষয়টি উল্লেখ করেছেন। এই চিঠি ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, আশুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও আশুগঞ্জ প্রেসক্লাবকে অনুলিপি দেয়া হয়েছে।
চিঠিতে তিনি উল্লেখ করেন, শুক্রবার সন্ধ্যার পর থেকে তার স্বামী আসিফকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় এবং কী অবস্থায় আছে তা বুঝতে পারছেন না। প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। বাড়িতে পুলিশ এসে অযথা তল্লাশি করে হয়রানি করছে। বাড়ির সামনেও কিছু পুলিশ আসা যাওয়া করছে। আজকের মধ্যে খোঁজ না পেলে রাতেই একটা কিছু করবেন।
তিনি আরো উল্লেখ করেন, এই নির্বাচনে আবু আসিফ আহমেদ লেভেল প্লেয়িং ফিল্ড পাননি। যাদের এজেন্ট দেয়ার কথা তাদেরও হুমকী দেয়া হচ্ছে। আবু আসিফকে খুঁজে পেতে সব ধরনের সহযোগীতা কামনা করেন তিনি।
এই অভিযোগ দাখিলের পর বিকালে আবু আসিফের বাসায় সাংবাদিকদের সাথে কথা বলেন মেহেরুন নিসা মেহেরীন।
এদিকে আবু আসিফের বাসার কেয়ার টেকারের সাথে মেহেরুন নিসা মেহেরীন এর একটি মোবাইল কল রেকর্ডের বিষয়ে তাকে প্রশ্ন করা হলে বার বার তিনি তা এড়িয়ে যান।
sanjida/shimul