অবসরের বয়স বাড়ানোর প্রতিবাদে উত্তাল ফ্রান্স

প্রকাশিত: ৩১-০১-২০২৩ ২০:০৩

আপডেট: ৩১-০১-২০২৩ ২০:০৩

আন্তর্জাতিক ডেস্ক: অবসরের বয়স দুই বছর বাড়িয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ‘পেনশন সংস্কারের পরিকল্পনা’র বিরুদ্ধে আবারও চাঙ্গা হয়ে উঠেছে প্রতিবাদ বিক্ষোভ। এই বিক্ষোভে অংশ নিয়েছেন স্কুল, গণপরিবহন এবং তেল শোধনাগারের কর্মীরা। ফলে বন্ধ রয়েছে সেসব প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

এই বিক্ষোভে অংশ নিয়েছেন দেশটির অর্ধেকের বেশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বিক্ষোভের জেরে দেশব্যাপী ধর্মঘট চলছে। এই বিক্ষোভ সারাদেশে ছড়িয়ে পড়বে বলে আশংকা করা হচ্ছে। 

এরআগে, ‘পেনশন সংস্কারের পরিকল্পনা’কে ঘিরে দেশটিতে ১৯শে জানুয়ারি বিক্ষোভ হয়। সেসময় ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা। এ সময় ম্যাক্রোঁ সরকারের পদত্যাগের দাবি জানান বিক্ষোভকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।

 

aleya/shimul