ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাতায়াতের সময় নারী ও শিশুসহ ১৩ জনকে আটক করেছে বিজিবি। সোমবার বিকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার মাটিলা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
এ ব্যাপারে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সীমান্ত দিয়ে কিছু বাংলাদেশি ভারতে আসা-যাওয়ার চেষ্টা করছে - এমন সংবাদে সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাটিলা সীমান্তের বাঁশবাড়িয়া গ্রাম থেকে ভারতে যাওয়ার সময় ৯ জন ও মাটিলা গ্রামের মাঠ হয়ে ভারতে থেকে বাংলাদেশ ঢোকার অপরাধে ৪ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন নারী ও একটি শিশু রয়েছে। এদের গ্রামের বাড়ি খুলনা, বাগেরহাট, নড়াইল, যশোর ও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায়।
আটককৃতদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
sanjida/shimul