মুন্সিগঞ্জ সংবাদদাতা: মুন্সীগঞ্জের বালিগাঁওয়ে ডাকাতির ঘটনায় ১৫ সদস্যকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৩১শে জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান আল-মামুন।
তিনি জানান, গ্রেফতাকৃতদের তথ্যের ভিত্তিতে ডাকাতি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। এরইমধ্যে লুণ্ঠিত নগদ ১০ হাজার টাকা এবং ডাকাতির কাজে ব্যবহৃত ১ টি তালা কাটার যন্ত্র, ২ টি শাবল, ২ টি লোহার রড ও ১ টি স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, গত ২৯শে ডিসেম্বর গভীর রাতে টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও বাজারে স্বর্নের দোকানসহ ১১ টি ব্যাবসা প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ৩৭ ভরি স্বর্ণ, ২৭০ ভরি রূপাসহ ৪০ লাখ টাকার মালামাল ও নগদ টাকা লুটে নেয় ডাকাতরা। পরে এ ঘটনায় ৩০শে ডিসেম্বর গুকুল দাস নামের এক স্বর্ণ ব্যবসায়ী টঙ্গীবাড়ী থানায় মামলা দায়ের করেন।
sanjida/shimul