৬৯ কর্মকর্তা-কর্মচারীকে শাস্তি দিল ইসি

প্রকাশিত: ৩১-০১-২০২৩ ২২:১৯

আপডেট: ৩১-০১-২০২৩ ২২:১৯

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন অপরাধে জড়িত থাকায় নির্বাচন কমিশনের ৬৯ কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে বরখাস্তসহ বিভিন্ন ধরনের শাস্তি দিয়েছে কমিশন। আজ (মঙ্গলবার) বিকেলে ইসির ওয়েবসাইটে শাস্তি পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের নামের তালিকা প্রকাশ করা হয়।

সেখানে দেখা যায়, ৬৯ জনের মধ্যে প্রথম শ্রেণির কর্মকর্তা রয়েছেন ২৫ জন, এদের মধ্যে একজন উপ-সচিব ও একজন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাও রয়েছেন। এছাড়া দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা রয়েছেন তিনজন। আর তৃতীয় শ্রেণির ২৫ জন ও চতুর্থ শ্রেণির ১৬ জন।

ওইসব কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় মামলাগুলো হয়েছিল ২০১৮ সাল থেকে ২০২২ সালের মধ্যে। এদের মধ্যে কয়েকজনকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। কাউকে কাউকে নিচের পদে নামিয়ে দেওয়া হয়েছে। অনেকের ইনক্রিমেন্ট বন্ধ করে দেয়া হয়েছে ১ থেকে ৩ বছর পর্যন্ত। আবার কেউ কেউ ‘তিরস্কার’ বা ’সতর্ক’ হওয়ার মতো শাস্তিও পেয়েছেন।

তাদের অপরাধের মধ্যে রয়েছে, শৃঙ্খলা ভঙ্গ, বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, অবৈধ আর্থিক লেনদেন, এনআইডি জালিয়াতি ও অনিয়ম, চাকরি দেয়ার নাম করে অর্থ আত্মসাত ও নৈতিক স্থলন রয়েছে।

No description available.

No description available.

No description available.

No description available.

No description available.

 

rocky/shimul