আন্তর্জাতিক ডেস্ক: দ্রুতগতিতে সম্পদ হারিয়ে বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকা থেকে ছিটকে পড়েছেন ভারতের বহুজাতিক কোম্পানি আদানি গ্রুপের শীর্ষ নির্বাহী গৌতম আদানি। মঙ্গলবার বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় ১১ নম্বরে নেমে গেছেন তিনি। এই গতিতে সম্পদ হারাতে থাকলে শিগগিরই এশিয়ার শীর্ষ ধনীর তকমাও হারাতে পারেন আদানি। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের ‘বিলিয়নেয়ার ইনডেক্স’ নামক এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
এশিয়ার শীর্ষ ধনী গৌতম আদানির কোম্পানির বিরুদ্ধে গত ২৫শে জানুয়ারি ‘কর্পোরেট জগতের ইতিহাসে সবচেয়ে বড় ধোঁকাবাজির’ অভিযোগ তোলে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে নিউইয়র্ক-ভিত্তিক প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চ। এই অভিযোগ ওঠার পর টালমাটাল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন গৌতম আদানি।
আদানির জালিয়াতি নিয়ে এই প্রতিবেদন প্রকাশের মাত্র তিন দিনে আদানি গ্রুপের কোম্পানিগুলোর শেয়ারের ব্যাপক দরপতন হয়। ব্লুমবার্গের বিলিয়নেয়ার ইনডেক্স অনুযায়ী, ওই তিন দিনে আদানি ৬ হাজার ৮০০ কোটি ডলারের সম্পদ হারান। গত কয়েক দিনে এই কোম্পানির ৭ হাজার ১০০ কোটি ডলারেরও বেশি সম্পদ কমেছে। সম্পদ হারাতে হারাতে ভারতীয় এই ধনকুবের সম্পদের পরিমাণ কমে ৮ হাজার ৪৪০ কোটি ডলারে ঠেকেছে। আর এর মধ্য দিয়ে ভারতের আরেক ধনকুবের ও আদানির অন্যতম প্রতিদ্বন্দ্বী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানির চেয়ে মাত্র এক ধাপ ওপরে আছেন গৌতম আদানি। মুকেশ আম্বানির বর্তমান মোট সম্পদের পরিমাণ ৮ হাজার ২২০ কোটি ডলার।
ওই পরিসংখ্যানে আরও বলা হয়, বর্তমানে মেক্সিকোর ধনকুবের কার্লোস স্মি, গুগলের সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন এবং মাইক্রোসফটের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ বালমারের নিচে অবস্থান করছেন আদানি।
এর আগে, রোববার শেষ রাতের দিকে হিন্ডেনবার্গের প্রতিবেদনের জবাব দিয়েছে আদানি গ্রুপ। ৪১৩ পৃষ্ঠার এই প্রতিক্রিয়ায় আদানি গ্রুপ বলছে, ভারতীয় আইন ও বিধি-বিধান মেনে আদানি গ্রুপের সব প্রতিষ্ঠানের লেনদেনের তথ্য যথাযথভাবে প্রকাশ করা হয়। আদানি গ্রুপের অভিযোগ, সঠিক কোনও প্রমাণ বা নথিপত্র ছাড়াই হিন্ডেনবার্গ উদ্দেশ্যপ্রণোদিত হয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
ওই প্রতিবেদনে, ভারতে লেনদেন হওয়া শেয়ারের মূল্য নিজেদের পক্ষে নির্ধারণ করার জন্য এসব অফশোর কোম্পানিকে ব্যবহার করা হয়েছে বলে পাল্টা অভিযোগ করে আদানি গ্রুপ। অন্যদিকে, আদানি গ্রুপের অভিযোগের জবাবে হিন্ডেনবার্গ বলে, ভারতীয় পতাকায় শরীর ঢেকে দেশ লুট করছেন গৌতম আদানি।
aleya/shimul