বরগুনায় ফুটপাত দখল করে দোকানপাট

প্রকাশিত: ০১-০২-২০২৩ ০৮:০৮

আপডেট: ০১-০২-২০২৩ ০৮:৫৭

বরগুনা সংবাদদাতা: বরগুনা পৌরসভার অধিকাংশ ফুটপাত দখল করে দোকানপাট বসিয়েছেন ব্যবসায়ীরা। এতে পথচারীদের চলাচলে হচ্ছে ভোগান্তি। বর্তমানে পৌর এলাকার বিভিন্ন সড়কে সহস্রাধিক দোকানসহ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে অধিকাংশই হয়েছে ফুটপাত দখল করে। 

বরগুনা পৌর এলাকার অধিকাংশ ফুটপাত এভাবেই দখল করে রেখেছেন ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানীরা। কেউ বেঞ্চ বসিয়ে আবার কেউ দোকানের মালামাল ফুটপাতের উপর রেখে, করছেন ব্যবসা। মূল সড়কের ফুটপাতজুড়ে বসেছে ফল ও  সবজির দোকান। বছরের পর বছর এই অবস্থা চললেও পৌর কর্তৃপক্ষ ফুটপাত দখলমুক্ত করার কোনো উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ পৌরবাসীর। 

মাঝেমাঝে পৌর কর্তৃপক্ষ লোক দেখানো অভিযান চালায়। তবে শিগগিরই ফুটপাত দখলমুক্ত করার আশ্বাস দিয়েছেন পৌর মেয়র। নাগরিকদের চলাচলের সুবিধার্থে শহরের মূল সড়কের ফুটপাত অবিলম্বে দখলমুক্ত করার দাবি পৌরবাসীর।

Sumyia/sharif