মিশ্র ফল বাগানে এক তরুণের সফলতা

প্রকাশিত: ০১-০২-২০২৩ ০৯:০৮

আপডেট: ০১-০২-২০২৩ ০৯:১৭

ঠাকুরগাঁও সংবাদদাতা: মিশ্র ফলের বাগান করে ‘সফল’ হয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার এক তরুণ উদ্যোক্তা। চার একর জমিতে নানান জাতের ফলের বাগান করে নিজে যেমন স্বাবলম্বী হয়েছেন পাশাপাশি অনেকের কর্মসংস্থানও হয়েছে। 

ঠাকুরগাঁও সদর উপজেলার ছিট চিলারং গ্রামের পারভেজ খান। উচ্চ মাধ্যমিক শেষ করেই পড়াশোনার ইতি টানতে হয় তাঁকে। পরিবারের হাল ধরতে শুরু করেন ইলেক্ট্রনিক ব্যবসা। কিন্তু মহামারি করোনাভাইরাসের কারণে লোকসানের মুখে বন্ধ হয়ে যায় সে ব্যবসা। সংসার চালাতে হিমশিম খেতে হয় তাঁকে।

বিভিন্ন বাগান দেখে নিজেও ফলের বাগান করার স্বপ্ন দেখেন এই তরুণ। গেল বছর বুড়িবাঁধ এলাকায় প্রায় তিন লাখ টাকা খরচ করে সাড়ে চার একর জমি দশ বছরের জন্য লিজ নেন। সেখানে পেয়ারা, কুল, পেঁপে, আপেল, মাল্টা, ডালিম ও সফেদাসহ বিভিন্ন ফলের বাগান করেন তিনি।  

ইতোমধ্যে বাগান থেকে তাঁর আয় হয়েছে ৪ লাখ টাকার বেশি। আরও ১৫ লাখ টাকার বেশি ফল বিক্রি হবে বলে আশাবাদী এই বাগানী। তাঁর বাগান দেখতে প্রতিদিন অনেকে ভিড় করেন। তরুণ এই উদ্যোক্তার সফলতায় বাগান করতে আগ্রহী হচ্ছেন অনেক বেকার যুবক। 

afroza/sharif