ক্রীড়া ডেস্ক: লিগ কাপের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দলে ডাক পেয়েছেন জেডন স্যানচো। চোট কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন আরেক ফরোয়ার্ড অঁতনি মার্সিয়ালও।
আজ (বুধবার) রাতে ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত হবে নটিংহ্যাম ফরেস্ট আর ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচটি। প্রথম লেগে ৩-০ গোলে জিতেছিল ম্যানচেস্টারের ক্লাবটি। মঙ্গলবার ফিরতি লেগের জন্য স্কোয়াড ঘোষণা করেন কোচ এরিক টেন হাগ।
‘শারীরিক ও মানসিক’ প্রতিক‚লতার জন্য গত ২২ অক্টোবরের পর থেকে কোনো ম্যাচ খেলেননি স্যানচো। গত সপ্তাহে তিনি অনুশীলনে ফেরেন। আর মার্সিয়াল গত ১৪ জানুয়ারি ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে চোটে পড়েছিলেন।
ফরেস্টের বিপক্ষে ম্যাচের আগে ক্রিস্টিয়ান এরিকসেনকে লম্বা সময়ের জন্য হারিয়েছে ইউনাইটেড। অ্যাঙ্কেলের চোটে প্রায় তিন মাসের জন্য ছিটকে গেছেন এই ডেনিশ মিডফিল্ডার।
২০১৭ সালে প্রিমিয়ার লিগে চতুর্থ স্থানে থাকা ইউনাইটেড ইউরোপা লিগেতাদের সবশেষ শিরোপা জিতেছিল।
Mustafiz/sharif