ঠাকুরগাঁও সংবাদদাতা : প্রাতিষ্ঠানিক শিক্ষা ও কোন প্রশিক্ষণ ছাড়াই ইংরেজিতে সুন্দরভাবে কথা বলে নজর কেড়েছেন পঞ্চগড়ের প্রত্যন্ত গ্রামের তরুণ দয়াল চন্দ্র বর্মন। নিজের একান্ত প্রচেষ্টায় তিনি এখন সবার কাছে পরিচিত ইংরেজি বক্তা হিসেবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে লাখ লাখ অনুসারি। ইউটিউবে ইংরেজিতে বিভিন্ন কনটেন্ট তৈরি করে হয়েছেন স্বাবলম্বী। দয়াল জানালেন, সদিচ্ছার জোরেই সফলতা এসেছে তার।
ইংরেজিতে অনর্গল কথা বলা এই তরুণকে দেখলে মনেই হয় না যে, এই বিষয়ের ওপর তার কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। মাঝপথে কলেজও ছাড়তে বাধ্য হয়েছিলেন। প্রত্যন্ত অঞ্চলের এই তরুণ একান্তই নিজের প্রচেষ্টায় শিখেছেন ইংরেজি। এভাবেই বিস্ময়ের জন্ম দিয়ে আলোচিত হয়ে উঠেছেন, পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার লক্ষীদ্বার গ্রামের দয়াল চন্দ্র বর্মন।
২০১৭ সালে পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন তিনি। পারিবারিক কারণে একসময় পড়ালেখা ছেড়ে দিতে হয়। তবে দয়ালের মধ্যে ছিলো নিজেকে গড়ার প্রচেষ্টা। ইংরেজিতে নিজেকে পারদর্শী করার চেষ্টা করেন তিনি। ছেলের আগ্রহ দেখে বাবা জমি বন্ধক রেখে ল্যাপটপ কিনে দেন। অনলাইনে বিভিন্ন ভিডিও দেখে দয়াল ধীরে ধীরে রপ্ত করেন ইংরেজী ভাষা। পরিচিত পান ইংরেজি বক্তা হিসেবে।
এরপর থেকে নতুন পথচলা শুরু দয়াল চন্দ্র বর্মনের। আশপাশের বিভিন্ন বিষয়ে ইংরেজি ও বাংলায় কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতে শুরু করেন। এতে আয়ও হচ্ছে বেশ। স্বাবলম্বী হয়ে বাবার সাথে ধরেছেন সংসারের হাল। ছেলের সাফল্যে খুশি বাবা-মাও।
আগামীতে গ্রামের দরিদ্র শিক্ষার্থীদের ইংরেজিতে জড়তা কাটাতে কাজ করতে চান দয়াল বর্মন, যাতে পূর্ণ সমর্থন দেয়ার কথা জানিয়েছেন তার বাবা-মা।
SAI/sharif