ভারতের আকাশে বিরল ধূমকেতু

প্রকাশিত: ০১-০২-২০২৩ ১০:২১

আপডেট: ০১-০২-২০২৩ ১০:২১

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ৫০ হাজার বছর পর ফের দেখা দিয়েছে ‘অ্যা রেয়ার গ্রিন কমেট’ নামের ধূমকেতু। সম্প্রতি এটি লাদাখের আকাশে দেখা গেছে। অ্যাস্ট্রোফোটোগ্রাফারেরা ইতোমধ্যেই এর সুন্দর আকর্ষণীয় ছবিও তুলেছেন।ধূমকেতুটি হ্যানলেতে ভারতীয় জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্রের উপরে আকাশে ধরা পড়েছে।এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় বার্তামাধ্যম ইন্ডিয়া টুডে।

ধূমকেতুটির নাম দেওয়া হয়েছে’সি/২০২২-ই৩’।পৃথিবী থেকে ৪২ মিলিয়ন কিলোমিটার দূরে সৌরজগতের বাইরে ধূমকেুুটি তার বহির্মুখী যাত্রা চালিয়ে যাচ্ছে। 

পৃথিবী ও মঙ্গলের কক্ষপথের মাঝে ঘণ্টায় প্রায় ২ লাখ ৭ হাজার কিলোমিটার বেগে ঘুরে বেড়াচ্ছে সবুজ রঙের এই ধূমকেতুটি। এর নিউক্লিয়াসের আয়তন ১ দশমিক ৬ কিলোমিটার, আর এর লেজটি সুদীর্ঘ। কয়েকলাখ কিলোমিটার দীর্ঘ। ধূমকেতুটি যত সামনে আসবে তত উজ্জ্বল লাগবে। দিগন্ত তত সুন্দর অপরূপ লাগবে।

এটির সম্পর্কে বিজ্ঞানীদের ধারণা, মোটামুটি ১০ই ফেব্রুয়ারি নাগাদ মঙ্গলের কাছাকাছি এই ধূমকেতুটিকে দেখা যাবে।

উল্লেখ্য ধূমকেতু হলো বরফে মোড়া জৈব বস্তুর একটা আধার। এদেরকে মহাকাশের ‘তুষারের নোংরা বল’ বলেও উল্লেখ করা হয়। ধূমকেতু থেকে এই মহাকাশের, মহাশূন্যের, এই সৌরজগতের ও এই সৃষ্টির নানা বিরল তথ্য জানা যায়।

Prottay/sharif