ক্রীড়া ডেস্ক: চেলসিতে যোগ দিলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেজ। ১০৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে ইতালিয়ান ক্লাব বেনফিকা থেকে অবশেষে ব্লুজখ্যাত চেলসিতে এলেন এই মিডফিল্ডার।
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের ভূমিকায় ছিলেন তরুণ এনজো ফার্নান্দেজ। জিতেছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও। এরপর থেকেই এনজোকে দলে ভেড়ানোর চেষ্টায় ছিল ইউরোপের ক্লাবগুলো। তবে সেই দৌড়ে বরাবরই এগিয়ে ছিল চেলসি। নতুন মালিক টড বেহলি এবং কোচ গ্রাহাম পটার মিলে ঢেলে সাজাচ্ছেন ব্লুজদের। শেষ পর্যন্ত ইপিএল ট্রান্সফারের রেকর্ড গড়ে এনজো ফার্নান্দেজকে দলে ভেড়ালো ইউরোপিয়ান ক্লাবটি।
২০৩১ সালের জুন পর্যন্ত সাড়ে আট বছরের চুক্তিতে ব্লুজ শিবিরে যাচ্ছেন এনজো। ২২ বছর বয়সী এই মিডফিল্ডারের ইতোমধ্যে মেডিকেল টেস্টও সম্পন্ন হয়েছে। এই ট্রান্সফারের ফলে মোট ৮ ফুটবলারকে কিনতে রেকর্ড সাড়ে পাঁচশ’ মিলিয়ন ইউরো খরচ করে ফেলেছে চেলসি।
Prottay/Bodiar