শেষ হলো ‘মাদারীপুর উৎসব’

প্রকাশিত: ০১-০২-২০২৩ ১০:৫৯

আপডেট: ০১-০২-২০২৩ ১০:৫৯

মাদারীপুর সংবাদদাতা: জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হলো ১২ দিনব্যাপী মাদারীপুর উৎসব।গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলার শিবচরের হাতির বাগান মাঠে অনুষ্ঠিত মাদারীপুর উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। 

জেলা প্রশাসক রহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বর্তমান সময়ের জনপ্রিয় ব্যান্ডদল “জলের গান” সংগীত পরিবেশন করে। এসময় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মনোমুগ্ধকর গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলেন। হাজার হাজার দর্শক শ্রোতাদের ভীড়ে মাঠ ও চারপাশের রাস্তা ছিল কানায় কানায় পূর্ণ। 

মঙ্গলবার দুপুরে চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে স্মার্ট শিবচর উদ্বোধন, এফ.আর.খান উদ্যোক্তা সম্মেলন ও জব ফেয়ার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, কাজী নাবিল আহমেদ, বেগম নাহিদ ইজাহার খান, বেগম খাদিজাতুল আলম, মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলমসহ আরও অনেকে।

মাদারীপুর জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে দেশব্যাপী পরিচিত করার লক্ষ্যে গত ২০শে জানুয়ারি থেকে ১২ দিন ব্যাপী ‘মাদারীপুর উৎসবের  আয়োজন করে জেলা প্রশাসন।  

 

Kaniz/Bodiar