বিপিএলে দেশীয় ব্যাটসম্যানদের আধিপত্য

প্রকাশিত: ০১-০২-২০২৩ ১৩:৪৪

আপডেট: ০১-০২-২০২৩ ১৩:৪৯

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল ক্রিকেটে প্রথম চার পর্বে ব্যাট হাতে আধিপত্য দেখিয়েছে দেশি ক্রিকেটাররা। এখন পর্যন্ত সর্বোচ্চ রানের মালিক নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় স্থানে রয়েছেন নাসির হোসেন। তবে বল হাতে আধিপত্য দেখাচ্ছেন বিদেশী ক্রিকেটাররা। সর্বোচ্চ ১৩ উইকেট নিয়ে শীর্ষে আছেন পাকিস্তানী ক্রিকেটার ওয়াহাব রিয়াজ। প্রথম চার পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষে সিলেট দল।

ঢাকায় ৬ই জানুয়ারী শুরু হওয়া বিপিএল ক্রিকেট চট্টগ্রাম, মাঝে ঢাকা এবং সিলেট পর্ব শেষ করেছে। এবারের বিপিএল ক্রিকেটে এই পর্যন্ত হয়েছে ৬৪টি ম্যাচ। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই ক্রিকেট আসর মাতাচ্ছেন দেশি এবং বিদেশী খেলোয়াড়রা। এবারের আসরে ১০ ম্যাচ খেলে ৩ হাফ সেঞ্চুরিতে ৩৫৬ রান নিয়ে শীর্ষে আছেন নাজমুল হোসেন শান্ত। দীর্ঘ দিন জাতীয় দলের বাইরে থাকা নাসির হোসেন ফিরে পাচ্ছেন নিজের হারানো ফর্ম। ১০ ম্যাচ খেলে দুই হাফ সেঞ্চুরিতে নাসির ৩৪০ রান নিয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান রান সংগ্রহের তালিকায় তিন নম্বরে আছেন। ৯ ম্যাচ খেলে সাকিব করেছেন ৩১১ রান। বাংলাদেশি ক্রিকেটাররা রান সংগ্রহের দিক দিয়ে শীর্ষে থাকলেও, এখনো পর্যন্ত কেউ সেঞ্চুরি করতে পারেননি।  এবারের বিপিএলে যে চারটি সেঞ্চুরি হয়েছে তার সবক’টি করেছেন বিদেশী ক্রিকেটাররা। 

ব্যাট হাতে দেশি খেলোয়াড়দের দাপট থাকলেও, বল হাতে দাপট দেখাচ্ছেন বিদেশী ক্রিকেটাররা। সাত ম্যাচ খেলে ১৩ উইকেট নিয়ে শীর্ষে আছেন খুলনা দলের পাকিস্তানী ক্রিকেটার ওয়াহাব রিয়াজ। ১০ ম্যাচ খেলে ১৩ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন সিলেট দলের মোহাম্মদ আমির। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ে আলো ছড়াচ্ছেন নাসির হোসেন। ১০ ম্যাচ খেলে ১২ উইকেট নিয়ে তৃতীয় স্থানে ঢাকা দলের এই অলরাউন্ডার। 

দলীয় পারফরম্যান্সে বেশি ধারাবাহিক সিলেট। ১০ ম্যাচে ৮ জয় এবং ২ পরাজয়ে ১৬ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট তালিকার শীর্ষ দল। সেই সাথে প্রথম দল হিসেবে প্লে অফ রাউন্ডে খেলা নিশ্চিত করেছে সিলেট। আগামী শুক্রবার থেকে মিরপুরে শুরু হবে বিপিএল’র ঢাকা পর্বের খেলা। 

 

SMS/prabir