তীব্র তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল

প্রকাশিত: ০১-০২-২০২৩ ১৪:১৬

আপডেট: ০১-০২-২০২৩ ১৪:১৬

আন্তর্জাতিক ডেস্ক: তীব্র তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল। ঝড়ের আঘাতে টেক্সাস অঙ্গরাজ্যে মারা গেছে দু’জন। বাতিল করা হয়েছে ১ হাজার ৯’শ টি ফ্লাইট। রাজ্যটিতে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে হাজারও মানুষ। একইসাথে ঝড়ের সর্তকতা দেয়া হয়েছে নিউ মেক্সিকো এবং ওয়েস্ট ভার্জিনিয়ায়। ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে নিউজিল্যান্ডে। এদিকে, ভারতের জম্মু ও কাশ্মীরসহ উত্তরাঞ্চলের বেশ কয়েকটি স্থানে বেড়েছে তুষারপাতের তীব্রতা। 

একের পর এক আবহাওয়ার বৈরি রূপ দেখছে যুক্তরাষ্ট্র। এরইমধ্যে স্থানীয় সময় মঙ্গলবার তুষারঝড়ের কবলে পড়েছে দেশটির দক্ষিণাঞ্চল। ঝড়টির তান্ডবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে টেক্সাস এবং টেনেসি অঙ্গরাজ্য। তুষারঝড়ের সতর্কতার মধ্যে রয়েছে সেখানকার প্রায় চার কোটি মানুষ। এতোমধ্যে ঝড়টির প্রভাব পড়েছে আশপাশের অঙ্গরাজ্যগুলোতে।

শুধুমাত্র টেক্সাসেই বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে অন্তত ত্রিশ হাজার মানুষ। বাতিল করা হয়েছে প্রায় দুই হাজার ফ্লাইট। অনেক শহরে বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল। স্থানীয়দের দেয়া হয়েছে বাড়তি সতর্কতা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস বিভাগ জানিয়েছে, দক্ষিণাঞ্চলের বেশকিছু অংশে আগামী কয়েকদিন অব্যাহত থাকবে তুষারপাতের পাশাপাশি হিমশীতল বাতাস। 

তীব্র ঠান্ডা ও ঝড়ো হাওয়া বইছে মধ্য ও পশ্চিমাঞ্চলেও। সেখানকার তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। একইসাথে শীতকালীন ঝড়ের পূর্বাভাস দেয়া হয়েছে নিউ মেক্সিকো এবং ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যে। 

এছাড়া গত ২৪ ঘন্টায় আরও ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলীয় শহর অকল্যান্ডে। ডুবে গেছে রাস্তা-ঘাট ও ঘর-বাড়িসহ বিভিন্ন স্থাপনা। 

ভারতের উত্তরাঞ্চলের বিভিন্ন রাজ্যে তাপমাত্রা নেমেছে হিমাঙ্কের নিচে। বরফের স্থুপে ঢাকা পড়েছে জম্মু ও কাশ্মীরের বেশ কয়েকটি স্থান। অঞ্চলটির অন্তত ১০টি জেলায় জারি রয়েছে তীব্র তুষারপাতের সতর্কতা। এতে ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা। একই চিত্র বিরাজ করছে হিমাচল প্রদেশসহ প্রতিবেশী রাজ্য উত্তরাখন্ডেও।

 

hasna/prabir