পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালীতে থানার জমিতে চাষাবাদ করে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছেন জেলা পুলিশ সদস্যরা। বাগান করে পুলিশ সদস্যদের কাজের একঘেয়েমি দূর করার পাশাপাশি পরিবারের দৈনন্দিন শাকসবজীর চাহিদাও পূরণ হচ্ছে বলে জানায় সংশ্লিষ্টরা। পুলিশের এমন উদ্যোগে স্থানীয় মানুষদেরও কৃষিকাজে আগ্রহী করে তুলেছে।
প্রথম দেখাতে মনে হতে পারে এটি কোন আদর্শ কৃষকের বাড়ি। কিন্তু না, একটি পটুয়াখালীর কলাপাড়া থানা কমপাউন্ডের চিত্র। পুরো থানা ভবনের পরিত্যক্ত জমিতেই করা হয়েছে সবজি চাষ। যা দিয়ে এই থানার পুলিশ সদস্যদের প্রতিদিনের দৈনন্দিন শাক সবজীর চাহিদা পূরণ হচ্ছে।
শুধু কলাপাড়া থানা নয়, জেলার সকল থানা কমপাউন্ড, পুলিশ লাইন, পুলিশ সুপারের বাসভবনসহ পুলিশের আওতায় থাকা অধিকাংশ জমি চাষাবাদের আওতায় নেয়া হয়েছে। আর নিয়মিত পরিচর্যায় ফলনও হয়েছে ভালো।
পটুয়াখালী জেলা পুলিশের এসপি জানালেন পতিত জমি ব্যবহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়ন করতেই তাদের এমন উদ্যোগ। চাষাবাদের বিষয়টি নিয়মিত দেখাশোনা করা হয় বলে জানালেন তিনি।
পুলিশের সবজি চাষ দেখে থানায় আসা মানুষেরাও কৃষিকাজে উদ্বুদ্ধ হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Priyonty/sharif