কক্সবাজার সংবাদদাতাঃ কক্সবাজার শহরের পশ্চিম বাহারছড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে এনজিওকর্মী নিশাত আহমেদ নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (বৃহস্পতিবার) রাত সাড়ে ১১ টার দিকে স্থানীয়দের দেওয়া খবরে পুলিশ ঘটনাস্থলে ওই নারীর মরদেহ উদ্ধার করে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। বাড়ির মালিক গফুর সওদাগর জানান, ‘বৃহস্পতিবার রাত পৌনে ৯টার সময় নিশাতের রুমের দরজা বন্ধ ছিল। ধাক্কা দিতেই সেটি খুলে যায়। এসময় তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় তারা।
তারপর জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি পুলিশকে জানানো হয়। কক্সবাজার সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রাতেই ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
sanjida/sharif