আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধের বছরপূর্তিতে রাশিয়া বড় ধরণের হামলা চালাতে পারে বলে আশংকা করছে ইউক্রেন। সেইসব হামলা ঠেকাতে দেশটির বিভিন্ন ফ্রন্টলাইনে জোরালো সামরিক মহড়া চালাচ্ছেন ইউক্রেনীয় সৈন্যরা।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার ইউক্রেনের খেরসন অঞ্চলে তিনদিনের সামরিক প্রশিক্ষণ শেষ হয়েছে। এই মহড়ায় সুনির্দিষ্ট লক্ষ্যে টানা গোলাবর্ষণের কৌশল রপ্ত করছেন ইউক্রেনীয় সেনারা। তাছাড়া চেরোনোবিল এলাকা ঘিরেও চলছে জোরদার মহড়া।
রাশিয়ার বিরুদ্ধে এখন পর্যন্ত সোভিয়েত আমলের ট্যাংক ব্যবহার করছে জেলেনস্কি প্রশাসন। তবে আগামী মাসগুলোয় পশ্চিমা জোটের সহায়তায় পাঠানো ট্যাংক ও অন্যান্য যুদ্ধ সরঞ্জাম পৌঁছাবে।
এদিকে, এখন পর্যন্ত ৩০টিরও বেশি দেশ ইউক্রেনকে সামরিক সহযোগিতার আশ্বাস দিয়েছে। তবে অত্যাধুনিক ট্যাংক পৌঁছানোর আগেই বড় ধরনের হামলা চালাবে রাশিয়া- এ বিষয়ে সতর্ক করেছেন ইউক্রেনের শীর্ষ সামরিক কর্মকর্তারা।
ইউক্রেন যুদ্ধের ফলাফলের জন্য আগামী ছয়মাস গুরুত্বপূর্ণ বলে মনে করছে আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। রাশিয়া এ যুদ্ধে আর অগ্রসর হতে না পারলেও হামলা জোরদার করবে বলে আশংকা প্রকাশ করেছেন সংস্থাটির প্রধান।
shamima/sharif