নিজস্ব প্রতিবেদক: অমর একুশে বইমেলায় শুরু হয়েছে শিশুপ্রহর। আজ (শুক্রবার) শিশুপ্রহরের প্রথম দিন মেলা প্রাঙ্গনে ছিল শিশুদের রাজত্ব। সকালে শিশুরা তাদের বাবা-মায়ের হাত ধরে মেলায় ছুটে আসে। গল্প, রূপকথা আর ছবির বইয়ে রাজ্যে আসা ছোট্ট সোনামণিদের পদচারণা ছিল আনন্দমুখর। তবে মেলা এখনো জমে উঠেনি পুরোপুরি। ছুটির দিন হওয়ায় বিকেলে বেশি পাঠকের ভিড় আশা করছেন বিক্রেতারা।
ভূতের গল্প নাকি রূপকথা, কৌতূহলী চোখ নিয়ে বইয়ের প্রচ্ছদ দেখছে শিশুরা। অমর একুশে বইমেলায় শিশু প্রহরের প্রথম দিন মায়ের হাত ধরে ঘুরতে আসা শিশুরা দেখছে তাদের পছন্দের কমিক্স চরিত্র, ভূতের গল্প ও ছড়া বই।
শহুরে যান্ত্রিক জীবনে অনেকটাই সুখপাঠ্য বই থেকে বঞ্চিত শিশুরা। আর তাই সন্তানকে ইলেকট্রনিক্স খেলনা বা মোবাইলের বাইরে জ্ঞান পিপাসু করে তুলতেই বই মেলায় নিয়ে আসছেন অভিভাবকরা।
গল্প, রূপকথা আর ছবির বইয়ে রাজ্যে মায়ের হাত ধরে আসা শিশুদের আনন্দমুখর বিচরণ ছিল মেলা প্রাঙ্গণে। তবে এখনও বইমেলা জমে উঠেনি পুরোপুরি। বিক্রেতারা বলছেন, ছুটির দিন হওয়ায় বিকেলে বেশি পাঠক আসবে।
বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা আশা করছেন, সামনের দিনগুলোতে এখানে পাঠকদের উপস্থিতি আরও বাড়বে।
বই মেলায় প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার সকাল ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত শিশুদের জন্য আয়োজন করা হয়েছে শিশু প্রহর।
এদিকে, বই মেলার লিটল ম্যাগ চত্বরে লেখক আফরোজা নাইচ রিমার বঙ্গবন্ধু কারাগারের রোজনামচা গ্রস্থ এবং বঙ্গবন্ধুর আমার দেখা নয়াচীন গ্রস্থ অবলম্বনে দুইটি কবিতার বইসহ ৪টিসহ বইয়ের মোড়ক উন্মোচন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। এসময় তিনি বলেন, পাঠ্যবই নিয়ে যারা বিভ্রান্তি ছড়াবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
LGR/sat