পাকিস্তানের রিজার্ভ কমে ৩.০৯ বিলিয়ন ডলার

প্রকাশিত: ০৩-০২-২০২৩ ১৩:৪৫

আপডেট: ০৩-০২-২০২৩ ১৩:৪৫

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ তলানিতে এসে নেমেছে। ‌‌দেশটিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৬.১ শতাংশ কমে ৩.০৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যা দিয়ে আমদানি ব্যয় মেটানো যাবে আর মাত্র ১৮ দিনের।

পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক জানায়, বিদেশি ঋণ পেমেন্টের কারণে রিজার্ভ ৫৯২ মিলিয়ন ডলার কমে তিন হাজার ৮৬ দশমিক দুই মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা ২০১৪ সালের ফেব্রুয়ারির পর সর্বনিম্ন। তাছাড়া এই রিজার্ভ দিয়ে মাত্র ১৮ দশমিক ৫ দিনের আমদানি খরচ মেটানো যাবে।

এর মানে পাকিস্তানের রিজার্ভ মারাত্মক ঝুঁকিপূর্ণ স্তরে নেমে গেছে। এমন পরিস্থিতিতে দেশটির সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পেতে মরিয়া হয়ে উঠেছে। 

এদিকে, বৃহস্পতিবার আন্তঃব্যাংক বাজারে রুপির দর ০.৯৩ শতাংশ হ্রাস পেয়ে ডলারের বিপরীতে ২৭১.৩৬ রুপিতে বিক্রি হয়েছে। যা রুপির ইতিহাসে সর্বনিম্ন দাম। খোলা বাজারেও রুপির দাম কমেছে ০.১৮ শতাংশ।

অন্যদিকে দেশটির বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে রিজার্ভ রয়েছে মাত্র পাঁচ হাজার ৬৫৫ দশমিক ৫ মিলিয়ন ডলার। এ নিয়ে দেশটির মোট রিজার্ভ দাঁড়িয়েছে আট হাজার ৭৪১ দশমিক সাত মিলিয়ন ডলার।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই রাজনৈতিক অস্থিরতাসহ নানা কারণে টালটমাল অবস্থায় রয়েছে পাকিস্তানের অর্থনীতি। তবে সাম্প্রতিক সময়ে পরিস্থিতি আরো প্রকট আকার ধারণ করেছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধেও কারণে বিশ্ব মন্দা, পাকিস্তানের সরকার পরিবর্তন এবং স্মরণকালের ভয়াবহ বন্যায় দেশটির অবস্থা বর্তমানে বেশ নাজুক।

rocky/sat