এখনো বই পায়নি বহু শিক্ষার্থী

প্রকাশিত: ০৩-০২-২০২৩ ১৪:৩৭

আপডেট: ০৩-০২-২০২৩ ১৫:৩৫

রীতা নাহার: বছরের প্রথম মাস শেষ হয়ে এলেও নতুন শিক্ষাক্রমের পাঠ্যবই পায়নি সব শিক্ষার্থী। নতুন শিক্ষাক্রমের ট্রেনিংও পাননি প্রায় এক লাখ শিক্ষক। হাতে নেই শিক্ষক সহায়িকা। শ্রেণী কক্ষগুলোও প্রস্তুত নয়। এরমধ্যেই শুরু হয়েছে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর নতুন পাঠ।

নতুন শিক্ষাক্রমের নির্দেশনা অনুযায়ী, শ্রেণীকক্ষে সৃজনশীল ও অংশগ্রহণমূলক পাঠদান চলছে। প্রতি শ্রেণীকক্ষে ৩০জন শিক্ষার্থী থাকার কথা থাকলেও আছে তার চেয়ে অনেক বেশি। অধিকাংশ স্কুলে মাল্টিমিডিয়া রুম মাত্র একটি। তাও নানা সমস্যায় জর্জরিত।

এর মধ্যদিয়েই চলতি বছর প্রাথমিকের প্রথম শ্রেণী এবং মাধ্যমিকের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে শুরু হয়েছে নতুন শিক্ষাক্রমের পাঠদান। শিক্ষার্থীরা এখনও সব বই  হাতে পায়নি। শিক্ষকরাও সবাই এখনও নতুন শিক্ষাক্রমের প্রশিক্ষণ পাননি। শিক্ষক সহায়িকাও নেই হাতে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানা গেছে, মাধ্যমিক স্তরের মোট ৪ লাখ ৪১ হাজার শিক্ষকের মধ্যে ৩ লাখ ৫৫ হাজার শিক্ষককে এখন পর্যন্ত অনলাইন প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রশিক্ষণ পাননি ৮৬ হাজার শিক্ষক। শিক্ষক প্রশিক্ষণের জন্য এনসিটিবি থেকে ১৭ হাজার শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাকে প্রশিক্ষক হিসেবে গড়ে তোলা হয়েছে বলে জানান এনসিটিবি চেয়ারম্যান ফরহাদুল ইসলাম।

জানুয়ারি মাসের শেষেও সব শিক্ষার্থীর হাতে সব বই এখনও কেন পৌঁছায়নি তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। 

KNR/sharif