আন্তর্জাতিক ডেস্ক: কয়েকদিন ধরে চলা ভয়াবহ তুষারঝড়ের কারণে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল। ঝড়ের আঘাতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে অন্তত ১০ জন। বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে অঞ্চলটির লাখো মানুষ। শুধুমাত্র টেক্সাসেই বাতিল করা হয়েছে ৮ শতাধিক ফ্লাইট। এদিকে, যুক্তরাজ্যের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে জারি করা হয়েছে সপ্ত্যাহব্যাপী তুষারঝড়ের পূর্বাভাস। এছাড়া, ভারতের জম্মু-কাশ্মীরে তুষারধসে প্রাণ হারিয়েছে দুই জন।
একের পর এক বৈরী আবহাওয়ার ভয়াবহতা দেখছে যুক্তরাষ্ট্র। টানা চারদিন ধরে দেশটির দক্ষিণাঞ্চলে চলছে তীব্র তুষারঝড়। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে সেখানকার চার লাখেরও বেশি মানুষ। তুষারঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে টেক্সাস, আরকানসাস, ওকলাহোমা, টেনেসি ও মিসিসিপি অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকা। বরফের স্তুপে ঢাকা পড়ে বিঘ্নিত হচ্ছে চলাচল।
ভয়াবহ এই তুষারঝড়ে সবচেয়ে বেশি বিপর্যস্ত টেক্সাস। শুধুমাত্র এই অঙ্গরাজ্যটির ডালাস এবং অস্টিনের বিমানবন্দর থেকে বাতিল করা হয়েছে আট শতাধিক ফ্লাইট। এছাড়া নিউ ইংল্যান্ডের বৃহত্তম শহর বোস্টনে জারি রয়েছে তিন দিনের সতর্কতা।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, দক্ষিণাঞ্চলে তাণ্ডব চালানোর পর তুষারঝড়টি ক্রমশ উত্তর-পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। সেখানকার তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।
এছাড়া, তুষারঝড়ের পূর্বাভাস দেয়া হয়েছে যুক্তরাজ্যের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, সপ্তাহব্যাপী তুষারঝড়টি প্রবল আঘাত হানবে স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের বেশকিছু অংশে। সেইসাথে কিছু অংশে অব্যাহত থাকবে বৃষ্টিপাত।
এদিকে, বরফের স্তুপে ঢাকা পড়েছে ভারতের জম্মু-কাশ্মীরের বেশ কয়েকটি স্থান। কয়েকটি জেলায় জারি রয়েছে তীব্র তুষারপাতের সতর্কতা। এরইমধ্যে স্থানীয় একটি স্কি রিসোর্টে তুষারধসে দুই জন নিহতের খবর পাওয়া গেছে।
hasna/sharif