যুক্তরাষ্ট্রেও মুক্তি পাচ্ছে ‘মেড ইন চিটাগং’

প্রকাশিত: ০৩-০২-২০২৩ ১৫:৩০

আপডেট: ০৩-০২-২০২৩ ১৫:৩০

বিনোদন ডেস্ক: বাংলাদেশের পর এবার যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত সিনেমা ‘মেড ইন চিটাগং’। ছবির পরিচালক ইমরাউল রাফাত এতথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগামী ১০ই ফেব্রুয়ারি নিউইয়র্ক, জ্যামাইকাসহ ২১টি অঙ্গরাজ্যের ৫১টি থিয়েটারে মুক্তি পাবে ছবিটি। ১৬ই ফেব্রæয়ারি পর্যন্ত দর্শকরা ছবিটি দেখতে পারবেন। তবে দর্শক সড়া পেলে ছবিটি আরো কিছুদিন চালানো হবে বলে জানান তিনি।

‘মেড ইন চিটাগং’ ছবিতে লিড রোলে আছেন পার্থ বড়ুয়া এবং অপর্ণা ঘোষ। এছাড়াও অভিনয় করেছেন সাজু খাদেম, নাসির উদ্দিন খান প্রমুখ। গত বছরের নভেম্বরে চট্টগ্রামের প্রথম মুক্তি পায় সিনেমাটি।

যুক্তরাষ্ট্রে ছবিটি পরিবেশনা করছে বায়োস্কোপ ফিল্মস। ছবিটির যুক্তরাষ্ট্রের পরিবেশক জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পর সংযুক্ত আরব আমিরাতেও মুক্তির কথা আছে ছবিটির।

rocky/sharif