পাকিস্তানে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৭

প্রকাশিত: ০৩-০২-২০২৩ ১৭:৩৭

আপডেট: ০৩-০২-২০২৩ ১৭:৩৭

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমে একটি সুড়ঙ্গের কাছে যাত্রীবাহী বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছে। 

আজ (শুক্রবার) ভোরে এই দুর্ঘটনা ঘটে। একজন উদ্ধারকারী কর্মকর্তার বরাত দিয়ে একটি প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এবিসি নিউজ।

পাকিস্তানের উত্তর পশ্চিমে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাত জেলায় সুড়ঙ্গের কাছে এই দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে এক স্থানীয় জরুরি সেবা কর্মকর্তা ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

এ বিষয়ে উদ্ধারকারী কর্মকর্তা রহমত উল্লাহ বলেন, “আমরা সকল মৃত ও আহতদের কোহাটের একটি হাসপাতালে নিয়ে এসেছি।”

টিভি ফুটেজে ধ্বংস হওয়া বাসের ছবি দেখা গেছে। প্রদেশের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী আজম খান এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন।

এর আগে গত রোকবার, বেলুচিস্তাান প্রদেশে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি স্তম্ভের সংঘর্ষের ঘটনায় ৪০ জন নিহত হয়।

দুর্বল সড়ক অবকাঠামো এবং ট্রাফিক আইনের প্রতি অবজ্ঞার কারণে পাকিস্তানে হরহামেশাই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।

 

Prottay/Bodiar