আন্তর্জাতিক ডেস্ক: ১৫ দিনে চার হাজার বাল্যবিয়ের ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে ভারতের আসামের রাজ্য সরকার। পুলিশি অভিযানে রাজ্যটিতে গত একদিনে ১৮০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এক টুইটবার্তায় শুক্রবার সকালে এই তথ্য জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
ওই টুইটে তিনি আরও বলেন, ‘প্রহিবিশন অব চাইল্ড ম্যারেজ’ আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে রাজ্যজুড়ে প্রতিবাদ চলছে। মেয়েদের প্রতি ক্ষমার অযোগ্য এবং জঘন্য অপরাধের বিরুদ্ধে আসাম পুলিশকে জিরো টলারেন্স স্পিরিট নিয়ে কাজ করার নির্দেশও দেয়া হয়েছে।
এরআগে, বৃহস্পতিবার আসাম রাজ্যে ১৫ দিনের মধ্যে ৪০০০ বাল্যবিয়ের ঘটনার তদন্ত শুরু হওয়ার কথা জানান তিনি। শুক্রবার থেকে ধরপাকড় শুরু করা হবে বলে ঘোষণাও দিয়েছেন হিমন্ত। বাল্যবিবাহের বিরুদ্ধে এই যুদ্ধ কোনো একটা সম্প্রদায়কে নিশানা না করে অসাম্প্রদায়িক হবে বলেও স্পষ্ট করেছেন তিনি। এসব কাজে লিপ্ত ব্যক্তিদের শাস্তির মুখে পড়তে হবে বলেও সতর্ক করেন আসাম মুখ্যমন্ত্রী। তার এই সিদ্ধান্ত ঘোষণার পর শুক্রবার সকাল থেকেই রাজ্যটিতে গ্রেপ্তার অভিযান চলছে।
আসামের মন্ত্রিসভায় সিদ্ধান্ত অনুযায়ী, ১৪ বছরের কম বয়সী মেয়েদের যারা বিয়ে করবে তাদের বিরুদ্দে ‘প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস’ বা পকসো আইনে মামলা করা হবে। এসময় ১৪ থেকে ১৮ বছর বয়সী মেয়েদের বিয়ে করলে প্রহিবিশন অব চাইল্ড ম্যারেজ অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগ আনার কথাও বলা হয়।
aleya/Bodiar