সিলেট সংবাদদাতা: সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে উড্ডয়নকালে বিমানের চাকা ফেটে যাওয়ার প্রায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়।
ওসমানী বিমানবন্দর সূত্রে জানা যায়, চাকা ফেটে রানওয়েতে উড়োজাহাজ আটকে থাকার কারণে ফ্লাইট ওঠানামা বন্ধ হয়ে গিয়েছিলো। চাকা মেরামত করে ওই উড়োজাহাজ রানওয়ে থেকে সরানোর পর ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়।
এরআগে বেলা ১ টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং-৭৩৭ উড়োজাহাজটি ১৪৮ জন যাত্রী নিয়ে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্য ১২ টা ৫৫ মিনিটে উড্ডয়নের কথা ছিলো। উড়োজাহাজটি রানওয়েতে যাত্রা শুরুর পর পেছনের চাকা ফেটে যায়। এতে আতঙ্কিত হয়ে পড়েন উড়োজাহাজটির যাত্রীরা। তবে এতে যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
kanij/Bodiar